Site icon Jamuna Television

ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ পথচারী নিহত

ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। আহত একজন। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ৪ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। আহত আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Exit mobile version