Site icon Jamuna Television

আদালতে সাময়িক বরখাস্ত এসপির ফুটেজ নেয়ায় সাংবাদিকের ওপর হামলা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত সাময়িক বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

আদালত থেকে কারাগারে নেয়ার সময় সাংবাদিকরা ফুটেজ ও ছবি আনতে গেলে আসামি পুলিশ সুপার তাদের ওপর হামলা করেন। পরে বেলা ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর কারাগারে না রেখে আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেন পুলিশ। পরে দুপুর ১টা ৪০ মিনিটে ওই রুম থেকে কারাগারে নেয়ার জন্য আসামিকে বের করেন। গণমাধ্যমকর্মীরা তার ফুটেজ ও ছবি তুলতে গেলে আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে বেসরকারি টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিক হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতে নিয়ে যায় পুলিশ।

হামলার প্রতিবাদে নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। তারা দাবি করেন, অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে।

গত বছরের ২৮ অক্টোবর মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন, পরকীয়াসহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর পুলিশ সুপার ফজলুল হককে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করা হয়।

/এসআইএন/এমএন

Exit mobile version