Site icon Jamuna Television

গোপালগঞ্জ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফিরতি পথে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৭টি পথসভায় যোগ দেবেন তিনি।

এরইমধ্যে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এই পথসভায় জড়ো হয়েছে বিপুল সংখ্যক মানুষ। সড়ক পথে ফেরার সময় রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। গতকাল গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।

Exit mobile version