Site icon Jamuna Television

শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুর পৌরসভায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আলীর ছোট মেয়ে। মিম স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে মিম অটোরিকশাযোগে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

/আরএইচ

Exit mobile version