Site icon Jamuna Television

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হওয়া রিকশাচালক গোলাম হোসেন রকি মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহীর দড়িখড়বোনা এলাকায় তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বলেন, রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকে তার আর জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, সংঘর্ষের সময় আহত হয়ে কেউ মারা গেছে কি না তা জানা নেই।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে রিকশাচালক গোলাম হোসেনকে অপর গ্রুপের লোক ভেবে ছুরিকাঘাত করা হয়।

/আরএইচ

Exit mobile version