Site icon Jamuna Television

বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনা ৩:১ বেনফিকা [২ লেগসহ বার্সেলোনা ৪:১ ব্যবধানে জয়ী]

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালান জায়ান্টরা।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং রাফিনিয়ার। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে বেনফিকা। স্কোর শিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি।

এরপর ম্যাচের ২৭ মিনিটে, দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইটিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।

বিরতির পর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।

/এআই

Exit mobile version