Site icon Jamuna Television

লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

অল জার্মান ম্যাচে ভাগ্য বদলাতে পারেনি লেভারকুসেন। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর এবার ঘরের মাঠে দলটি হেরেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালের শেষ আটে পা রাখে বায়ার্ন মিউনিখ।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। কাছ থেকে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়লেন কেইন। তার আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে।

৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিস। কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ডিফেন্ডার।

এই জয়ের মধ্য দিয়ে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বায়ার্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।

শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ফেইনুর্ডকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে ইতালিয়ান ক্লাবটি।

/এআই

Exit mobile version