Site icon Jamuna Television

ট্রাম্পের সাবেক আইনজীবীকে তিন বছরের কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। ঘুষ দেয়া, কর ফাঁকি এবং প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপে সংশ্লিষ্টতার অপরাধে এই শাস্তি দেয়া হয় কোহেনকে।

আদালতে সবগুলো অপরাধই স্বীকার করেন কোহেন। শুনানিতে কোহেন ক্ষোভ জানিয়ে নিজেকে পরিস্থিতির শিকার বলে দাবি করেন। তিনি বলেন, ট্রাম্পের অপরাধের দায় তার ওপর চাপানো হয়েছে।

কোহেনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েলস এবং সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালকে অর্থ দিয়েছিলেন তিনি। রবার্ট মুলারের মামলায় কোহেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মস্কোয় ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলেছিলেন।

Exit mobile version