Site icon Jamuna Television

দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

গাজীপুর করেসপনডেন্ট:

সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে সহকর্মীরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার শ্রমিক জান্নাতুল ফোরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় গতকাল তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কারখানার পরিচয়পত্র রেখে দেয়। ভোরে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তামান্না। বাঘেরবাজার এলাকায় একটি অটোরিকশা প্রথমে তাকে ধাক্কা দেয়। পরে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তামান্না।

তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। অটোরিকশা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

/এসআইএন

Exit mobile version