Site icon Jamuna Television

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

পবিত্র এক মাস সিয়াম সাধনার পরে মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে, তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। এই আনন্দে রং ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে ওঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষরা।

আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরাবরই একধাপ এগিয়ে ইজি।

সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের এই ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইনের কালেকশন রয়েছে ইজি শোরুমগুলোতে। এবারের বিশেষ আয়োজনে থাকছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পোলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।

ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে বলেও জানান তিনি।

ইজির পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যে কোনো আউটলেটে। এছাড়া অনলাইনে দেখতে ভিজিট করতে পারেন তাদের নিজস্ব ফেসবুক পেইজ।

/এএইচএম

Exit mobile version