Site icon Jamuna Television

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার

ছবি: ফেসবুক

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাসুদ রানা (৪৭) নামের আলোচিত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি জানান, মঙ্গলবার (১১ মার্চ) নগরীর বর্ণালী মোড় এলাকায় অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর সামনের আসনে বসে মাসুদ রানা নামের এক ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনাটি নজরে এলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা শনাক্ত করে তাকে ধরতে অভিযান শুরু করে। পরে আজ ভোর ৫টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, অভিযুক্ত ব্যক্তি আটকের পর নিজের দোষ স্বীকার করেছে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মামলার প্রেক্ষিতে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version