Site icon Jamuna Television

দুটি জীবন চলে যাওয়া মোটেই ছোট ঘটনা নয়: সিইসি

২০১৪ সালের নির্বাচনের সহিংসতার মত পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এসময় তিনি বলেন, প্রচারণার শুরুতেই দুটি জীবন ঝরে গেছে, যা মোটেই কোন ছোট ঘটনা নয়।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় প্রাণহানির ঘটনা দুটির পেছনের কারণ অনুসন্ধান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এসময় সিইসি বলেন, বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে সিইসি বলেন, ইভিএম একটি বিশেষ পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটার প্রয়োজন আছে। সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা ও ২০১৪ সালের ঘটনা মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরির নির্দেশ দিয়েছেন সিইসি।

Exit mobile version