Site icon Jamuna Television

অবৈধ সম্পদ অর্জন: সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী মো. ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুদক। বুধবার (১২ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৭ ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অপর মামলার এজাহারে বলা হয়, ওমর ফারুকের স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করা হয়েছে। ফলে মামলাটিতে স্বামী-স্ত্রী উভয়কে আসামি করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version