রিজার্ভ চুরি: আসিফ নজরুলকে প্রধান করে পর্যালোচনা কমিটি গঠন

|

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছেন সরকার। কমিটির প্রধান হিসেবে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক ও রুপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্তের অগ্রগতি ও সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপগুলোর পর্যালোচনা করবে। পাশাপাশি রিজার্ভ চুরির পুনরাবৃত্তি রোধে সুপারিশ দেবে। আগামী ৩ মাসের সুপারিশ দিতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই কমিটিকে সাচিবিক সুবিধা দেবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply