Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আইসিসি নারী ওডিআই বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার।

পাকিস্তানের লাহোরে আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাই। ৮ দলের টুর্নামেন্টে দুটি স্পটের জন্য লড়বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। মূল আসর বসবে ভারতের মাটিতে।

বাংলাদেশ দলে আছেন ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি জান্নাতুল সুমনা সহ রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও ঋতু মনি।

আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দ্যেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।

/এমএইচআর

Exit mobile version