Site icon Jamuna Television

আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব

বৃহস্পতিবার (১৩ মার্চ) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন এক লাখ রোহিঙ্গার গণইফতারে।

বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, রোহিঙ্গাদের ভরণপোষণ ও প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেবে বাংলাদেশ।

জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত আন্তোনিও গুতেরেস। ২০১৭ সালে প্রথমবারের মতো কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়েছিলেন। প্রায় ৭ বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে ৩ দিনের সফরে আসছেন তিনি।

আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব এনাম খান বলেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যু। রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তাও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।

এছাড়াও, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক।

/এএইচএম

Exit mobile version