Site icon Jamuna Television

পঞ্চগড়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবক আটক

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড় পৌর এলাকায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। এসময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সৌরভের ঘরে তাকে দেখতে পান।

ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধর করে। পরে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দিলে সৌরভকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির বলেন, প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর আরও তথ্য জানা যাবে বলে জানান তিনি। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে, আর ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে বলেও জানান তিনি।

/এএইচএম


Exit mobile version