Site icon Jamuna Television

স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব

স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

এদিন দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্টার্নশিপসহ এমবিবিএস কোর্স ছয় বছরের। সেই বিবেচনায় ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি করা হয়েছে।

ড. সায়েদুর আরও জানান, দাবি থাকলে মন্ত্রণালয়ে জানাতে। দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। তবে, রোগীদের জিম্মি করা যাবে না। এছাড়া ম্যাটসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে। বেসরকারী চিকিৎসকদর পে স্কেল নয়, সর্বনিম্ন বেতনকাঠামো ঠিক করে দেয়া হবে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version