Site icon Jamuna Television

৩.৫ বিলিয়ন ডলারে ‘পোকেমন গো’ কিনছে সৌদি

৩.৫ বিলিয়ন ডলার খরচ করে জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেমটি রিলিজ হয়েছে প্রায় এক দশক আগে। তবে বাজারে ‘পোকেমন গো’ এখনোও বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা মোবাইল গেমগুলোর মধ্যে রয়েছে।

প্রতি মাসে প্রায় ৩ কোটি খেলোয়াড় এই গেমটি খেলেন। এই গেমে খেলোয়াড়দের বাস্তব জগতে হাঁটতে হয় এবং ‘অগমেন্টেড রিয়্যালিটি’ (এআর) প্রযুক্তির মাধ্যমে তাদের ফোনের স্ক্রিনে পোকেমন চরিত্রগুলো দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, এই চুক্তি সৌদি আরবের গেমিং শিল্পে বিশাল বিনিয়োগের আরেকটি ধাপ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এই খাতে বিলিয়ন ডলার ব্যয় করেছে।

চুক্তির অধীনে ‘পোকেমন গো’ এর নির্মাতা প্রতিষ্ঠান নিয়ান্টিকের অন্যান্য জনপ্রিয় গেম ‘মনস্টার হান্টার নাও’ এবং ‘পিকমিন ব্লুমও’ অন্তর্ভুক্ত থাকবে।

/এআই

Exit mobile version