Site icon Jamuna Television

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন

প্রতীকী ছবি।

চিরনিদ্রায় শায়িত করা হলো মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটিকে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে নিয়ে যাওয়া যায় হয় ওই শিশুর মরদেহ। পরে প্রথম দফা জেলা শহরের নোমানী মাঠে প্রথম দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম সোনাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখান তার দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে নির্যাতনের শিকার ওই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।

এর আগে, এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

তার আগে, গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। 

পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়।  ১৩ মার্চ চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

/এএস

Exit mobile version