Site icon Jamuna Television

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলা শহরের নান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, শিশুটির মৃত্যুর খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর বাড়ি নান্দুয়ালী চরপড়া এলাকায়। সেই বাড়িতে বেড়াতে গিয়েই শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত আসামিরা হলেন, শিশুটির বোনের স্বামী সজিব (১৮), ভাশুর রাতুল শেখ (২০), শ্বশুর হিটু শেখ ও শাশুড়ি জাহেদা বেগম।

বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ধর্ষণের শিকার শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সামরিক হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ নিজে জেলা মাগুরায় নেয়া হয়। সেখানে দুইদফা জানাজা শেষে রাত ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, গতকাল বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। আজ হয় দু’বার। এরমধ্যে আজ দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিলো। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেলো না ফেরার দেশে।

/আরএইচ

Exit mobile version