Site icon Jamuna Television

ইরানের জ্বালানিমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হংকংয়ের পতাকাবাহী কয়েকটি জাহাজকে। এই জাহাজগুলো ইরানের ছায়া জাহাজ বহরের অংশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এই জাহাজগুলো দিয়ে বিশ্বব্যাপী তেল রফতানি করছে ইরান।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর, গত ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অবলম্বন করেন। এই নীতির মধ্যে রয়েছে ইরানের তেল রফতানিকে শূন্যের কোটায় নিয়ে আসা। এই পদক্ষেপের অন্যতম কারণ দেশটি যাতে কোনভাবেই তেল বিক্রির অর্থ দিয়ে নিজেদের পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে না পারে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, মোহসেন পাকনেজাদের বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রফতানির বিষয়টি নিজে দায়িত্ব নিয়ে দেখছেন। এছাড়াও দেশটির সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রফতানির জন্য দিয়েছেন।

/এআই

Exit mobile version