Site icon Jamuna Television

‘ইয়াতীমের প্রতি কঠোরতা প্রদর্শন করো না এবং ভিক্ষুককে ধমক দিও না’

সূরা আদ-দুহা। পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা। এই সুরার মোট আয়াত সংখ্যা ১১। এটি মক্কায় অবতীর্ণ। পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত। বিশেষ এই সুরায় মহান আল্লাহ ইয়াতীম ও ভিক্ষুকদের প্রতি কঠোরতা প্রদর্শন না করার নির্দেশ দিয়েছেন।

সূরাটিতে মহান আল্লাহ বলেন, সকালের উজ্জ্বল আলোর শপথ এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে। 

এরপর মহান আল্লাহ সূরাটির ৬ নম্বর আয়াতে বলেন, তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন? এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন। এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন। 

সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। এবং ভিক্ষুককে ধমক দিও না। আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। (সূরা আদ-দুহা, আয়াত : ১১)

/এআই

Exit mobile version