Site icon Jamuna Television

ইউরোপিয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন পণ্যে শুল্কারোপের জবাবে এবার ইউরোপের অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ হুমকি দেন তিনি।

যুক্তরাষ্ট্রের তৈরি হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করা হলে এই শুল্কারোপ কার্যকর করা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যার আওতায় ফ্রান্সসহ ইইউভুক্ত অন্যান্য দেশগুলোতে উৎপাদিত অ্যালকোহল, মদ ও শ্যাম্পেইন জাতীয় পণ্য পড়বে।

এর আগে বুধবার, যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। জবাবে ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন।

তথ্যানুযায়ী ইউরোপ থেকে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলারের ওয়াইন রফতানি হয় যুক্তরাষ্ট্রে।

/এমএইচ

Exit mobile version