Site icon Jamuna Television

‘বিএনপি ক্ষমতায় এলে পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে’

ফাইল ছবি।

ভারত বড় দেশ হলেও মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবে যেখানেই পালিয়ে থাকুক বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত আনা হবে।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুস্তানে থেকে বিশ্বের দরবারে ড. ইউনূসকে বিব্রত করার জন্য চেষ্টা করছে। ভারত বড় দেশ হতে পারে কিন্তু মন ছোট। আমাদের মন দিল অনেক বড়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, পালিয়ে গেছেন পালিয়ে থাকেন। ডলার রুপি সব নিয়ে গেছেন। দেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছেন। বিদেশে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। দয়া করে সেখানেই থাকেন।

এসময় ধর্ষণের শিকার মাগুরার শিশুর প্রসঙ্গে তিনি বলেন, গতকালের করুণ ইতিহাস, নিষ্ঠুর কাহিনী দেশের ইতিহাসে লেখা থাকবে যুগযুগ ধরে।

/এটিএম

Exit mobile version