Site icon Jamuna Television

লালমনিরহাটে ৭ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাতীবান্ধায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল ৭ বছর বয়সী শিশুটি। পরিবারের অভিযোগ, এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জহুরুল মোল্লা সাগর নামে এক শ্রমিক। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। অভিযুক্ত সাগরসহ কয়েকজন শ্রমিক সম্প্রতি বরিশাল থেকে হাতীবান্ধায় আসে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে। পরিবারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্তকে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এসআইএন

Exit mobile version