Site icon Jamuna Television

পটুয়াখালীতে নিখোঁজের দশ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে নিখোঁজ শিশু রো‌হিত সরকারের (৫) মরদেহ ১০ ঘণ্টা পর পুকুর থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টার দি‌কে পটুয়াখালীর পশ্চিম আরামবাগ এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশু রো‌হিত পশ্চিম আরামবাগ এলাকার শ্যামল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার দুপুর ১টার দিকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় পর রাত ১০টার দিকে বাসা সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মর‌দেহ উদ্ধার করা হয়।‌

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ইম‌তিয়াজ আহ‌মেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই বি‌ভিন্ন স্থা‌নে খোঁজ করা হ‌চ্ছিলো। মর‌দেহ পাওয়ার খবর পে‌য়ে তাৎক্ষ‌নিক পুলিশ সেখা‌নে উপ‌স্থিত হয়। প্রাথমিকভাবে শিশুটি সাঁতার না জানায় ডুবে মারা গেছে বলে ধারণা করা হলেও অন্য কোনো বিষয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এএম

Exit mobile version