Site icon Jamuna Television

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক মাদরাসা শিক্ষক

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকাযর মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগর ইয়াসিন মিয়া নামের এক শিক্ষককে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।

ভুক্তভোগির অভিযোগ, তাকে ইয়াসিন মিয়া মাথা ও শরীর টেপানোর জন্য রুমে ডাকেন। রুমে নিয়ে একপর্যায়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

বিষয়টি ওই শিক্ষার্থী তার বাবা মাকে জানালে তারা এ বিষয়ে কথা বলতে মাদরাসায় যান। পরে মাদরাসার প্রধান শিক্ষক একপর্যায়ে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ঐশিক্ষক ইয়াসিন মিয়া পুলিশের হেফাজতে রয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।

অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version