Site icon Jamuna Television

সুনামগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

সুনামগঞ্জের ছাতকে মাদরাসার ভেতর একা পেয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবুল মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খবর পেয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৪ মার্চ) সুনামগঞ্জের ছাতকে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি মাদরাসার ছাত্রী। শুক্রবার সকালে মাদরাসায় বাকিদের থেকে কিছুক্ষণ আগেই পৌঁছে যায় শিশুটি। এসময় মাদরাসার পাশ দিয়ে যাওয়ার পথে, শিশুটিকে একা দেখতে পায় স্থানীয় সাবুল মিয়া। পরে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। ভুক্তভোগী শিশু বিষয়টি তার বাবাকে জানালে, গ্রাম্য মাতব্বরদের কাছে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। গতরাতে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সালিশের আগেই বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ রাতেই আটক করে সাবুল মিয়াকে। পরে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় ধর্ষণচেষ্টা মামলা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, সকালের ঘটনা রাতে মাতব্বররা সালিশে শেষ করার সিদ্ধান্ত নেয়। সালিশ বসার আগে গ্রামবাসী ঘটনা জেনে ফেলায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলে পুলিশ এই ঘটনার খবর পায়। এর আগে কেউ পুলিশকে কিছু জানায়নি। রাতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত সাবুল মিয়াকে আটক করা হয়েছে।

/এসআইএন

Exit mobile version