Site icon Jamuna Television

পাবনায় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়ি ভাঙচুর

পাবনা প্রতিনিধি:

পাবনা-১ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক আবু সাঈদের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সোয়া বারটার দিকে পাবনার সাঁথিয়া বাজারের কাছে এই ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জানান, আবু সাঈদ গণসংযোগ চালাতে ধোপাদহ ইউনিয়নে যাচ্ছিলেন। পথে তার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়ি। পরে গ্লাসভাঙা গাড়ি নিয়ে তিনি থানায় পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন আবু সাঈদ।

Exit mobile version