Site icon Jamuna Television

বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে কিশোরীর আত্মহত্যা

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনিন জাহান কুমকুম।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্যক্ত করতো একই বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম তাওসিন। বিষয়টি তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায় ভুক্তভোগীর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠী কিশোরের একসাথে তোলা ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। বিষয়টি জানার পর চিরকুট লিখে আত্মহত্যা করে কুমকুম। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে অভিযুক্তকে আটকের অভিযানও চলমান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

/এসআইএন

Exit mobile version