Site icon Jamuna Television

ইলিয়াস আলীর স্ত্রী লুনা ও মিল্লাতের মনোনয়ন স্থগিত

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও জামালপুর-১ আসনে রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তারা দুজনই বিএনপি’র মনোনীত প্রার্থী। আজ এই আদেশ দেয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী লুনার প্রার্থিতা স্থগিত করেন উচ্চ আদালত। আর দণ্ড স্থগিত না হওয়ায় মিল্লাতের প্রার্থিতা স্থগিত করা হয়।

বিএনপির আরও দুই প্রার্থী ঢাকা-২০-এর তমিজ উদ্দিন ও বগুড়া-৩-এর মুহিত তালুকদারের প্রার্থিতার বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। আর ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন উচ্চ আদালত। এছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর বৈধতার বিষয়ে আদেশ দেন হাইকোর্ট।

বগুড়া-৭ আসনে রেজাউল করিম বাবলু, ঢাকা-৪ আসনে আওলাদ হোসেন ও নারায়ণগঞ্জ-১ আসনে রাহান আফজালের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নীলফামারী-৪ এ জাতীয় পার্টির শওকত চৌধুরীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুমতি দেননি হাইকোর্ট। এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে তারেক মোহাম্মদ শহিদুল ইসলামের প্রার্থিতা স্থগিত করেন আপিল বিভাগ।

Exit mobile version