Site icon Jamuna Television

আটকে পড়া নাসার ২ নভোচারীকে ফেরাতে রকেট পাঠালো স্পেস এক্স

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া নাসার দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে রকেট পাঠিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

শুক্রবার (১৪ মার্চ), ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে উৎক্ষেপণ করা হয় রকেট ফ্যালকন-৯। আর নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন ক্রু নিয়ে রওয়ানা হয়েছে ড্রাগন ক্যাপসুল।

এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) নিয়মিত কার্যক্রমেও অংশ নেবেন নতুন এই ক্রু সদস্যরা। সব ঠিকঠাক থাকলে দু’দিনের মধ্যে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেবেন আইএসএস-এ আটকে পড়া বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস। তবে, তাদের পৃথিবীতে ফিরে আসা নির্ভর করবে আবহাওয়ার গতি প্রকৃতির ওপর।

গেল বছর জুনে, ৮ দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান ৫৮ বছর বয়সী উইলিয়ামস ও ৬১ বছরের বুচ উইলমোর। কিন্তু বোয়িং স্পেসক্র্যাফটের নিরাপত্তাজনিত কারণে ফিরতে পারেননি তারা। প্রায় নয় মাসের বেশি সময় ধরে আটকে আছেন মহাকাশে।

/এআই

Exit mobile version