Site icon Jamuna Television

ধর্ষণ রোধে ৫ দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে এবং শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়।

এসময় আছিয়া হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দেয়ার দাবি তোলেন তারা। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের মৃত্যুদণ্ডের দাবিও জানান উপস্থিত নারীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করারও দাবির পাশাপাশি ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধু মৃত্যুদণ্ডের বিধান করার দাবিও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগমসহ মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতৃরা।

/এমএইচ

Exit mobile version