Site icon Jamuna Television

হবিগঞ্জ মেডিকেল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষা ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৫ মার্চ) দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা।

ঘণ্টাব্যপী চলা এ অবরোধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। পরে মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শিক্ষার্থী আবু হাছান।

শিক্ষার্থীদের দাবি, মানহীনতার অভিযোগ এনে হবিগঞ্জসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার যে পায়তারা চলছে তা কোনভাবেই মেনে নেয়া হবে না। সরকারের এমন হটকারী সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হবে। অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

/এমএইচ

Exit mobile version