Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে ছুরিকাঘাতের অভিযোগ, যুবক গ্রেফতার

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক নারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ভুক্তভোগী নারীর মামলায় অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভুক্তভোগীর দুই ছেলে নামাজ পড়তে যায়। এ সময় লিয়ন ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ভুক্তভোগী চিৎকার দিলে অভিযুক্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ রাতেই লিয়নকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ।

/আরএইচ

Exit mobile version