Site icon Jamuna Television

গাইবান্ধায় দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালংকার লুট, আটক ৩ 

গাইবান্ধা করেসপনডেন্ট :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেতু লাইব্রেরীর নামে একটি প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ  পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের অলংকার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, অলংকার জুয়েলার্সের পাশ্ববর্তী সেতু লাইব্রেরীর ভিতর দিয়ে ঢুকে জুয়েলার্স দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে রাখা মুল্যবান স্বর্ণালংকার দেখতে না পেয়ে দোকান মালিক কার্তিক চন্দ্র সরকার চিৎকার ও কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন তার দোকানে ছুটে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র সরকার জানান, তার দোকানে থাকা প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। ড্রয়ারে নগদ দেড় লাখ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। এক ভরি সোনার দাম প্রায় দেড় লাখ টাকা। এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেতু লাইব্রেরির তিন কর্মচারীকে থানায় আনা হয়েছে। চুরি যাওয়া মালামালসহ চোর গ্রেফতারে অভিযান চলছে।

/এএস

Exit mobile version