Site icon Jamuna Television

সোনাগাজীতে শ্লীলতাহানি, আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট:

ফেনীর সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনকে (৫৫) এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

গ্রেফতারের খবর নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন্দ জানান, শ্লীলতাহানির প্রাথমিক সত্যতা মিলেছে। এসময় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জানা যায়, শুক্রবার দুপুরে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী চিপস কিনতে গেলে অভিযুক্ত কামাল উদ্দিন তাকে দোকানের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। পরে লোকজন আসতে দেখলে ছেড়ে দেয়। তখন শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে পরিবারের লোকদের ঘটনাটি জানায়।

পরবর্তীতে এলাকার গণ্যমান্য লোকজনের পরামর্শে শিশুটির মা থানায় বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এসময় আসামি কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

/এএইচএম

Exit mobile version