Site icon Jamuna Television

জামালপুরে ২ মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার, শিক্ষক আটক

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান নামের এক শিক্ষককে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় তিন ঘণ্টা আটকে রাখার পর তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী।

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি রওদাতুল আতফাল মাদ্রাসার  সিনিয়র সহকারী শিক্ষক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে মাদ্রাসাটির দুই শিশু শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল অভিযুক্ত শিক্ষক। বিষয়টি আজ প্রকাশ হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে দুই শিশু শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। 

/এএইচএম

Exit mobile version