Site icon Jamuna Television

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রহমান

সঙ্গীতপ্রেমীদের জন্য একটু মন খারাপ করা খবরই বটে। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ভারতের চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। আজ রোববার (১৬ মার্চ) সকাল থেকে হাসপাতালে চলছে তার চিকিৎসা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাকে হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল।

সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন এ আর রহমান। সেখান থেকে ফিরেই অসুস্থ বোধ করেন। পরপরই তিনি হাসপাতালে যান এবং ইসিজি করান।

চিকিৎসকরা জানিয়েছেন, পানিশূণ্যতায় ভুগছেন শিল্পী। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তিনি। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। জানা গেছে, পবিত্র রমজানের রোজা রাখছেন এ আর রহমান। 

/এআই

Exit mobile version