Site icon Jamuna Television

শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা জিয়াউর রহমান ফাউন্ডেশনের

চলতি মাসের ১৮ তারিখ থেকে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে দাড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

রোববার (১৬ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এসময় বক্তারা বলেন, ১৮ মার্চ ঢাকায় হাসপাতালে অবস্থানরত আহত যোদ্ধাদের ইফতার পাঠানো হবে। এছাড়া ১৯ মার্চ থেকে সারাদেশে আহতদের ইফতার পাঠানো হবে।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার পাঠানো হবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বক্তারা।

/এমএইচ

Exit mobile version