Site icon Jamuna Television

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর, বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর ক‌রে রক্তাক্ত ও জখম করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুর বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্ত‌ভোগিদের মা আ‌ই‌রিন বেগম। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তি‌নি।

তিনি অভিযোগ করেন, তার মেয়ে তাসনিম আলম তুরাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে তার ছেলে মো. এজাজ আহমেদ তুনাককে মারধর করে রক্তাক্ত ও জখম ক‌রে অভিযুক্তরা। এ ব্যাপারে থানায় মামলা হ‌লেও পু‌লিশ ব্যবস্থা নিচ্ছে না বলে জানান তিনি। উল্টো মামলা তুলে নেয়ার জন্য আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। বর্তমানে পুরো প‌রিবার আতঙ্কে দিনাতিপাত কর‌ছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। 

অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন জানান, আমার বিরু‌দ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। তিনি এ ঘটনার কিছুই জানেননা বলেও জানান।

/এএইচএম

Exit mobile version