লালমনিরহাট করেসপনডেন্ট:
লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেছের আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
অপরদিকে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এক শারীরিক ও বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় শাহীন মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৬ মার্চ) ওই নারীর দিনমজুর বাবা জয়নাল হোসেন (৫৮) বাদী হয়ে শাহীনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শাহিনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পেশায় আইসক্রিম বিক্রেতা শাহিনের নিজের স্ত্রীও প্রতিবন্ধী বলে জানা যায়।
/এএইচএম
Leave a reply