Site icon Jamuna Television

দেশের পথে হামজা চৌধুরী, অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।

সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে এই লেস্টার সিটি তারকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা হামজার একটি ছবি শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে। ছবিটির ক্যাপশনে লেখা, বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।

যাত্রাপথে হামজার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেট থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। বিকেলে হামজাকে সংবর্ধনা দেবে গ্রামবাসী।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে দেখতে অপেক্ষার প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত।

/এমএইচআর

Exit mobile version