Site icon Jamuna Television

মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন

চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্টের সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ।

তিনি বলেন, ভ্লাদিমির পুতিন ও ভোলদেমির জেলেনস্কি, দু’পক্ষের দাবি দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আমরা যা কিছু ভাবছি, সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি।

তিনি আরও বলেন, আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে।

মস্কো-কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলেও জানান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তুাবে রাজি হয় ইউক্রেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। তাদের মধ্যে তিন থেকে চার ঘণ্টা আলোচনা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন স্টিভ উইটকফ।

তবে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে— এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে।

এদিকে, গত শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে অবশ্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া। কার্যকর হলে ওই সময়ের মধ্যে আলোচনা হবে স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে।

/এমএইচআর

Exit mobile version