Site icon Jamuna Television

আবারও পেছালো পিলখানা হত্যাকাণ্ডের ২৩৯ জনের জামিন, ১০ এপ্রিল পুনরায় শুনানি

ফাইল ছবি

তৃতীয় দফায় পিছিয়ে গেলো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিনের আদেশ। এসময় আগামী ১০ এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

এসময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, ২৩৯ জনের মধ্যে ১৫০ জনের বেশি আসামির জামিনের আবেদন ডাবল পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই-বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের।

/এএইচএম

Exit mobile version