Site icon Jamuna Television

চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি-ভিডিও প্রকাশ তাইওয়ানের

চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার (১৭ মার্চ) এসব ছবি ও ফুটেজ প্রকাশ করে তাদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।

ভিডিওতে দেখা যায়, মহড়ায় অংশ নিয়েছে বেইজিংয়ের একাধিক রণতরি। তাইওয়ানের অভিযোগ, তাদের সীমান্তের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে এই মহড়া। এমনকি ৫৪টি যুদ্ধ বিমান ও ড্রোন তাদের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলেও জানিয়েছে তারা।

এদিকে এক বিবৃতিতে চীন দাবি করেছে, তাইওয়ানের প্রেসিডেন্ট ক্রমাগত চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দিচ্ছেন, সে কারণেই নৌমহড়ার এই হুঁশিয়ারি।

/এএইচএম

Exit mobile version