Site icon Jamuna Television

চোটে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে নেই মেসি

আর্জেন্টিনার আগামী বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে তার নাম নেই।

রোববার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আঘাত পান ৩৭ বছর বয়সী এই তারকা। পরে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তার মাংসপেশিতে হালকা চোট রয়েছে। চোটের কারণে আগের তিনটি ম্যাচে বিশ্রামে থাকলেও জামাইকার ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন মেসি।

ইনস্টাগ্রামে এক বার্তায় মেসি বলেন, ‘এমন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারাটা দুঃখজনক। আমি সবসময় থাকতে চাই, তবে চোটের কারণে এবার বিরতি নিতে হচ্ছে। তবে আমি সমর্থক হিসেবে দলকে উৎসাহিত করব।’

বর্তমানে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ের চেয়ে পাঁচ ও ব্রাজিলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে। এই দুই ম্যাচ জিতলে তারা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।

আর্জেন্টিনা দলে আরও নেই পাওলো দিবালা ও গঞ্জালো মন্টিয়েল। ব্রাজিলও দলে পায়নি নেইমারকে, যিনি ঊরুর চোটে মাঠের বাইরে আছেন।

/এমএমএইচ

Exit mobile version