Site icon Jamuna Television

ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সাথে বুধবার আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা

ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে আগামীকাল বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত। সেখানে ফরোয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানান ভক্তরা।

এর আগে, ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি। কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন তিনি। 

এ বিষয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, ফাহমিদুল মেধাবি ফুটবলার। তার গতি আছে। তবে বয়স কম। এখনও জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন।

তবে আন্দোলন করা ফুটবল ভক্তদের দাবি, বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে ১৮ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version