Site icon Jamuna Television

রাজধানীর পল্লবীতে গণমাধ্যমকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

প্রতীকী ছবি।

রাজধানীর পল্লবীতে এক গণমাধ্যমকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রাত ১টায় বালুর ঘাট এলাকায় সংবাদ সংগ্রহে যান ভুক্তভোগী। এসময় ১৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে তাকে গ্রিন সিটি প্রজেক্টের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগীর।

ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতার হওয়া দুইজন অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পল্লবী থানা পুলিশ। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

/এমএইচ

Exit mobile version